বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কীর্তিমান সম্মাননা-২০২১ইং পেলেন নাদিরা বেগম। গত ১৩ মার্চ সন্ধ্যায় ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে মুভমেন্ট ফর হিউমান রাইটস তাঁকে ওই সম্মাননা প্রদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, একুশে পদক ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত , বরেণ্য মানবাধিকার ও সমাজকর্মী অ্যারোমা দত্তের নিকট থেকে তিনি সন্মাননাটি গ্রহন করেন।
তিনি বাংলাদেশ পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের প্রথম মহিলা পরিচালক ছিলেন। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে তাঁর বাড়ী। তাঁর স্বামী আবুল কাশেম বাংলাদেশ রাজস্ব বোর্ডের একজন সদস্য ছিলেন। তিনি বলেন, পুরুষ প্রাধান্য সমাজে অনেক প্রতিকুলতার মাঝে সংগ্রাম করে চাকরিতে তাঁর অধিকার ও নেত্রীত্ব প্রতিষ্ঠা করেও এগিয়ে যেতে হয়েছে। তাঁর সততা ,কর্মদক্ষতা, স্পষ্টভাষীতা ,সহনশীলতা ,ন্যায়পরায়ন ও নিয়মানুবর্তিতা সর্বজন বিদিত ছিল। এই সমাজের বাধাঁ বিপত্তি তাকে পিছনে টেনে রাখতে পারেনি। যদিও পতচলা মোটেও সহজ ছিল না তার জন্য, তিনি চেষ্টা করে গেছেন তার সব কিছু দিয়ে
তবুও সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত হতে পেরেছিলেন। শিক্ষা জীবনে ও তিনি অসাধারন প্রতিভা ও মেধার ছাপ রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে স্নাতক (সন্মান)ও স্নাতকাত্তর ডিগ্রী লাভ করেন। এর আগে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়(সদর গার্লস স্কুল)থেকে বিজ্ঞান গ্রুপে এস.এস.সি পাশ করেন এবং পরবর্তীতে সরকারী বি এম কলেজ বিশ্ব বিদ্যালয় থেকে বিজ্ঞান গ্রুপে এইচ.এস.সি পাশ করেন।