বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া-দশমিনা খালের পক্ষীদাসের বাড়ি সামনে মাছের ঝাড়ার মধ্য থেকে অজ্ঞাত এক ব্যাক্তির(৪০) লাশ উদ্ধার করা হয়েছে। স্হানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাউফল থানার পুলিশ আজ বুধবার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের সমস্ত শরীর পচে ফুলে গেছে।
এলাকার লোকজনের ধারণা, তাকে হত্যার পর লাশ খালে ফেলে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।