বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। প্রধম ধাপে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯ টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ৯ টি ইউনিয়নে যার নৌকার মনোনয়ন পেলেন তারা হলেন , কাছিপাড়া ইউনিয়নেঃ মোঃ রফিকুল ইসলাম, কালিশুরি ইউনিয়নঃমোহম্মদ নেছার উদ্দিন শিকদার, কনকদিয়া ইউনিয়নঃ মোঃ শাহিন হাওলাদার, কালাইয়া ইউনিয়নঃএস,এম, ফয়সাল আহম্মেদ,আদাবাড়িয়া ইউনিয়নঃ মোঃ মনজুর আলম, বগা ইউনিয়নঃ মোঃ হাসান মাহমুদ, ধুলিয়া ইউনিয়নঃ মুঃ হুমায়ুন কবির কেশবপুর ইউনিয়নঃ সালেহ উদ্দিন পিকু , এবং চন্দ্রদীপ ইউনিয়নে মোঃ আমির হোসেন হাওলাদার