নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা সেতুতে ইতিমধ্যেই বসানো হয়েছে ৩৬ টি স্প্যান। সেতুতে মোট স্প্যান বসবে ৪১ টি। কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের ডিসেম্বর ১০ তারিখের ভেতরেই বাকী ৫ টি স্প্যান বসানো হবে। তারা জানায়, ৩৭,৩৮,৩৯,৪০ এবং ৪১ তম স্প্যান যথাক্রমে নভেম্বরের ১১,১৬, ২৩ এবং ডিসেম্বরের ২ ও ১০ তারিখের মধ্যেই বসানোর কাজ সম্পন্ন করা হবে। যার মাধ্যমে সম্পূর্ণ সেতুটি ইন্সটল সম্পন্ন হবে।
পদ্মা সেতু যেমন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে যাতায়াত ও পরিবহন শিল্পকে সহজতর করবে, ঠিক তেমনি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে অাশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ অারো জানায়, ২০২১ সালেই সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে।।