বাঘা ( রাজশাহী) প্রতিনিধিঃ পোড়া স্তুুপের মধ্য গৃহবধূ লাজুক হর্নে হয়ে খুঁজছে শেষ সম্বল টুকো।রাজশাহীর বাঘার পাকুরিয়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছায় হয়ে গেছে তার গোয়াল ঘর সহ গোয়াল ঘরে থাকা দুইটি গরু, দুইটা ছাগল ও হাস,মুরগী। সে পাকুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা হজরত আলীর পুত্র। শুক্রবার রাত্রি অনুমানিক ১:০০ টার দিকে আগুনের শুত্রপাত হয়। স্থানীয়রা জানান মুহূর্তের মধ্য আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে কামরুলের শেষ সম্বলটুকু।
সূত্রে খবর পাই গোয়াল ঘরের কয়েলের আগুন এ ঘটনার সুত্রপাত। রাত্রি ১.০০ টায় গোয়াল ঘরে আগুন লাগলে এলাকাবাসী এসে পানি সরর্বাহে করতে করতেয় ঘড় সহ ঘরে থাকা পশু গুলো পুরে ফেলে আগুন ।
স্থানীয় সাংবাদিক আবুল হাসেম বলেন , এই আগুনে পুরোর ঘটনা তে গোয়াল ঘর সহ গোয়াল ঘরে দুইটা গরু, দুইটা ছাগল ও বেশ কিছু হাস মুরগী পুরে গেছে। এর মধ্যে একটি গরু ও একটি ছাগল বেঁচে গেলেও বাড়ীর লোকেরা বলেন প্রায় ১.৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তাদের।