বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার ৩০ নং মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন ওরফে কবির মাস্টার। বুধবার ম্যানেজিং কমিটির নির্বাচনে এসএমসি সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মিজানুর রহমান খান। এসময় সহ-সভাপতি নির্বাচিত হন সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন।
ওই নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধি প্রধান শিক্ষক আলেয়া ববিতা। এসময় ৩০ নং মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা কেয়া, দেহেরগতি ইউপি মেম্বার আনোয়ার হোসেন ফরাজী, এসএমসি সদস্য ইব্রাহিম ভুঁইয়া, আলমগীর হোসেন মাস্টার, রুমা বেগম, বিউটি বেগম, রেহানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি মোঃ কবির হোসেন মাস্টার বর্তমানে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে দোয়ারিকা পশ্চিম পাড় জামে মসজিদের সম্পাদক এবং রাকুদিয়া বাইতুল আমান জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।