বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি।
বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃবরিশালে বাবুগঞ্জে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি। আতংক বিরাজ করছে উপজেলার সাধারণ মানুষের মধ্যে।
উপজেলার বিভিন্ন পয়েন্টে সন্ধা নামতেই দেখা যায় তাদের আনাগোনা ছিনতাই মারামারিসহ বিভিন্ন অপকর্মের। উপজেলার বাবুগঞ্জ কলেজ গেট,রহমতপুর বাসস্টপ,দোয়ারিকা সেতু,মিরগঞ্জ ফেরী,কেদারপুর,খানপুরা,ছোট মিরগঞ্জ,দুর্গা সাগর,মোহনগঞ্জ,জুনিয়র বাজারসহ চাঁদপাশাসহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাংয়ের উৎপত্তি দেখা মেলে।
গোপন সূত্রে জানাযায় রহমতপুর বাসস্টপ,বাবুগঞ্জ কলেজগেট,দোয়ারিকা সেতু,ছোট মীরগঞ্জ,দুর্গা সাগর,মোহনগঞ্জ,জুনিয়র বাজার,চাঁদপাশা নিয়ন্ত্রণ করেন কিশোর গ্যাংশের মূল হোতা কামাল হোসেন যিনি ঢাকা-বরিশাল মহা-সড়কের রহমতপুর বাসস্টপে মাংস দোকানের আদলে ইয়াবার রাজ্য গড়ে তুলেছিলেন এবং তিনি ও তার স্ত্রীসহ র ্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতারও হন। কিন্তু দীর্ঘদিন কারাভোগের পর আবারও জেল থেকে বেড়িয়ে আবারও ইয়াবার সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার সহযোগী হিসাবে রয়েছে মহাসিন প্যাদা। যিনি ইয়াবা কেলেঙ্কারি মারামারিসহ রয়েছে বেশ কিছু মালমা। র-্যাব ও ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলো অনেক বার।
 তারা সর্বনাশা ইয়াবা দিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আকৃষ্ঠ করে তৈরি করছেন কিশোর গ্যাং। বাবুগঞ্জে চলমান বিভিন্ন অপকর্মের টেন্ডারবাজি মারামারিসহ রাত-বিরেতে ছিনতাই ও বিভিন্ন অপকর্মের লিপ্ত করেছে কিশোরদের।
গত ২৩শে আগষ্ট উপজেলা খাদ্য গুদামে নিলামে অংশ গ্রহণকারী ও দুই সাংবাদিকে প্রকাশে হামলা করেন কামাল ও মহাসিন এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা এবং ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় উপজেলা চত্বরে ২ নভেম্বর ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা করেন কামাল ও তার দল-বল। অন্যদিকে উপজেলার কেদারপুর খেয়াঘাট অটো স্ট্যান্ডে ২৮তারিখ সন্ধায় অটো চালকদের দফায় দফায় মারধর করে একদল কিশোর গ্যাং। গত ৩ই নভেম্বর সিসি ফুটেজে দেখা যায় বাবুগঞ্জ বাজার থেকে সুকৌশলে একটি মাহিন্দ্রা চুরি হয়। পরে মাহিন্দ্রা’টি গাড়িটি কামাল হোসেনের এলাকা চাদপাশা থেকে পুলিশ উদ্ধার করে।
এবিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।