বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি উচ্ছেদের পায়তারা
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মাঝির ছেলে আবুল বাসার এর বসতবাড়ি জোরপূর্বক টাকার জোরে দখল করার পায়তারা করছে প্রতিবেশী মৃত আঃ গফুরের ছেলে মাহাবুব আলম গং।
লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আবুল বাসার বলেন, আমার বাবা ১৫ শতাংশ জমি বিক্রি করেছিলেন মৌলভী আঃ গফুর আলী কাছে। কিন্তু গফুরের ছেলে মাহাবুব আলম গং জোরপূর্বক বিদেশি টাকার জোরে অামাদের প্রায় ৬০ শতাংশ জমি ভোগদখলে করে আছে। তবুও আমরা কিছু বলিনা তাদেরকে কারন আমাদের টাকা নাই। জমি নিতে নিতে ১৫ শতাংশ জমি আমাদের বাসগৃহ তাও নিতে চায় এবং আমাদের কে উচ্ছেদ করে দেবার পায়তারা করছে। আর আমাদেরকে বিভিন্ন রকমের মামলা হামলা দিচ্ছে এনিয়ে চারটা মামলার রায় আমাদের পক্ষে হয়েছে। তার পরেও থেমে নাই তারা। সরকারী একটা টিউবওয়েল আসছে আমার বাবার নামে তাও বসাতে দিচ্ছে না। আমরা খুব কষ্টে জীবনযাপন করছি।
তিনি আরো বলেন, এই আঃ গফুর মৌলভী ছিলেন একজন ৭১ এর রাজকার কারন মুক্তিযুদ্ধের সময় আমার বাবার ঘর সহ আশপাশের সবার ঘর পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে দিয়েছে কিন্তু মৌলভী আঃ গফুর এর বাড়িতে হানাদার বাহিনী আগুন জ্বালানি এবং হানাদার বাহিনী তার বাসায় সব সময় আসতো। এটা সবাই জানে।
মৌলভী আঃ গফুরের ছেলের স্ত্রী শামসুন্নাহার বলেন, ঐ জমি আমার শ্বশুরের কেনা সম্পত্তি এবং আদালতে এই জমি নিয়ে বাটোয়ারা মামলা চলছে।
তবে ঐ ওয়ার্ডের মেম্বার মোঃ খোকন আকন বলেন, আমাকে অনেক আগে বলছিলো তবে কাজে ব্যস্ত থাকার কারনে আমি যাইতে পারিনি এছাড়া আর কিছু জানিনা।