বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ  ঢাকা- বরিশাল মহাসড়কে  অনিক পরিবহন ও অ্যাম্বুলেন্স এর সাথে মুখোমুখি সংঘর্ষে  নবজাতক শিশুসহ ২জন নিহত  ও ১২ জন গুরুতর আহত হয়।

সোমবার দুপুর ০১টা ৩০মিনিটের দিকে বরিশাল বাবুগঞ্জ  রামপট্টি দোয়ারিকা ব্রিজ এর ঢালে  ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী পরিবহনের নাম্বার ( ঢাকা মেট্রো- ব- ০২-০৫২৯ ) ঢাকা থেকে ছেড়ে আসা অনিক পরিবহন টি চরমোনাই মাহফিলে  উদ্দেশ্যে যাচ্ছিল। আর বরিশাল থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি নাম্বার (ঢাকা মেট্রো-ছ-৭১-৩৯৩৯) নবজাতক নিয়ে  বাড়ি যাবার পথে অনিক পরিবহন ও এম্বুল্যান্স  এর সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়  । এই ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আহতদের উদ্ধার করে।
 ঘটনা খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থলে পরিদর্শন করেন ও আহতদেরকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া জন্য প্রস্তুতি চলছে।