"বিএনপি'র কেন্দ্রীয় নেতাকে কুটুক্তি" কুলিয়ারচরে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রলীগের এক সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলমের নামে কুটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র এসব বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে।
জানা জায়, গত বুধবার ৩০ নভেম্বর বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা ছাত্রলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমকে উদ্দ্যেশ্য করে কু-রুচিপুর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এবং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি’র এসব বিক্ষোভ মিছিলের পর তাৎক্ষনিক ভাবে আগরপুর বাসস্ট্যান্ডে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আগরপুর বাসস্ট্যান্ডে কয়েকটি দোকানের সাটার ও ডাপাট ভাংচুর করা হয়।