কিশোরগঞ্জ প্রতিনিধি : কুলিয়ারচরে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে নূরুল মিল্লাত প্রার্থীতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।
রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় বিএনপির মনোনীত প্রার্থী নূরুল মিল্লাতের পক্ষে কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আজহার উদ্দিন লিটন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুলাহ কাজল, পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ন আহ্বায়ক ওমর আলী, ৬নং ওয়ার্ড সেক্রেটারি পলাশ মিয়া, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুছা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি ফুল মিয়া, সুমন, আরিফ, কাউছার প্রমূখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কুলিয়ারচর পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর,।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ তারিখ ২২ ডিসেম্বর,। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর,। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ২০২১ইং।
Attachments area