নিজস্ব প্রতিবেদকঃ কানাডা সরকারের সাথে জিটুজি চুক্তির আওতায় যেই পরিবহন বিমান আমদানি হচ্ছিল তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হলো নতুন ড্যাশ-৮ বিমান।প্রধানমন্ত্রী যার নাম রেখেছেন ” আকাশতরী”।।আকারে ছোট হলেও এই বিমানটিতে রয়েছে অত্যাধুনিক সকল ব্যবস্থা।এর ধারণ ক্ষমতায় রয়েছে ৭৪ টি যাত্রী অাসন। কানাডা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটি স্পর্শ করার সাথে সাথেই দেয়া হয় ওয়াটারস্যালুট।।তারপর,  বিমান পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করেন বিমানটি।।