বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলো সামরিক সরঞ্জাম পরিবহণ বিমান C-130j. এটি একটি অত্যাধুনিক প্রযুক্তির পরিবহন বিমান। মূলত যুদ্ধক্ষেত্রে দ্রুত যুদ্ধাস্ত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা, বাড়তি সৈন্য মোতায়েনের মতো জরুরি কাজে নিয়োজিত থাকে এই বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে পরিবহন বিমান সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হিসেবে C-130j যুক্ত করা হয়। এর জন্য চুক্তি করা হয় যুক্তরাজ্যের সাথে। মোট ৫ টি বিমানের চুক্তি হলে ধাপে ধাপে তা বাংলাদেশ বহরে যুক্ত হচ্ছে। এটি নিয়ে মোট ৩ টি C-130j যুক্ত হলো। বাকী দুটিও দ্রুতই যুক্তরাজ্য সরবরাহ করবে বলে অাশ্বাস দিচ্ছে বিমান বাহিনী। C-130j শুধু সামরিক ক্ষেত্রেই নয়, দেশের যেকোনো প্রয়োজনে জনগণের কল্যাণেও সারা দিতে পারে। এতে, করে বাংলাদেশ বিমান বাহিনীর অাধুনিকায়ন অারো এক ধাপ এগিয়ে গেলো। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনী চতুর্থ প্রজম্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান বাড়ানোর পরিকল্পনাও গ্রহণ করেছে।যুদ্ধবিমান তৈরিতে পারদর্শী রাশিয়ার সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সুসম্পর্ক দীর্ঘ দিনের। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে চতুর্থ প্রজম্মের অত্যাধুনিক যে যুদ্ধবিমান গুলো রয়েছে সেগুলো রাশিয়ার কাছ থেকে পাওয়া। ভবিষ্যতে রাশিয়ার তৈরি অারো অাধুনিক যুদ্ধবিমান বিমান বাহিনীর হাতে অাসার সম্ভাবনা রয়েছে। যদিও, কর্তৃপক্ষ এখনো এই ব্যাপারে কিছু জানায় নি।।