নিজস্ব প্রতিবেদকঃ
অর্থনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য সহযোগি রাষ্ট্র। দুই রাষ্ট্রের সম্পর্কও দীর্ঘ দিনের।যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় উভয়পক্ষই লাভবান হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের সহযোগী দেশ হিসেবে জাপানের ভূমিকাও কম নয়। বিভিন্ন সময় দেশটি পাশে থেকেছে বাংলাদেশের। এবার এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক বিরাট সুযোগ সামনে এসেছে। মূলত বর্হিঃবিশ্বে চীনের সাথে ব্যাপক স্নায়ু ও অর্থনৈতিক লড়াইয়ে অাসীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো। বিশ্বে করোনার প্রকোপ ছড়িয়ে দেয়াতেও চীনের হাত অাছে বলে দাবী করে অাসছে মার্কিন যুক্তরাষ্ট্র । এই লড়াইয়ের অংশ হিসেবে এবং চীনে এখনো করোনার ভয়াল থাবা দূর হয় নি দাবী করে বহু জাপানি ব্যবসা প্রতিষ্ঠান চীন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।বাংলাদেশ চাইছে নিজেদের দিকে এইসব প্রতিষ্ঠানকে অাকৃষ্ট করতে। তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল খুলে দেয়ার ব্যাপারেও বাংলাদেশের তরফ থেকে অাশ্বাস দেয়া হচ্ছে। এরই মধ্যে বহু জাপানি প্রতিষ্ঠান নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশকে পছন্দ করছে। কারণ, ২০ কোটি জনসংখ্যার বাজার যেকোনো ব্যবসায়ী সংস্থার জন্য ব্যাপক চাহিদা সম্পন্ন তা বলার অপেক্ষা রাখে না। শেষমেশ এই সুযোগে জাপান- বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় তৈরি হয় কিনা তা সময়ই বলে দেবে।