জাককানইবি প্রতিনিধি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ আহমেদ । তার এই আহ্বানের প্রতি একাত্মতা পোষণ করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র ।
আজ ১৭’মে (সোমবার) জাককানইবি’র হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বলেন, ” সরকারের প্রতি বিনীত অনুরোধ , অন্তত বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিন । এভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না । শিক্ষার্থীদের মূল্যবান সময় আর অপচয় করা ঠিক হচ্ছে না ।”
প্রসঙ্গত, গত ১৭ মার্চ ২০২০ করোনা মহামারীর কারণে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ।এর পর থেকেই টানা ১৪ মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়গুলো । দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে দীর্ঘ সেশনজট । এদিকে করোনা মহামারীর প্রকোপ প্রতিনিয়ত বেড়েই চলছে । আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও আদৌ তা সম্ভব হবে কিনা এ বিষয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা । দিন যতোই যাচ্ছে শিক্ষার্থীদের হতাশা ও ক্ষোভের মাত্রা ততোই বৃদ্ধি পাচ্ছে ।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে” – নামে একটি গ্ৰুপ খোলা হয়েছে । যাতে সংযুক্ত রয়েছেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী । এতে ‘ইউজিসি’- গৃহীত অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত বর্জন করে, আগামী ২৪ মে’র মধ্যে সকল বিশ্ববিদ্যালয় খুলে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়েছে ।
শিক্ষার্থীরা মনে করেন,” অনলাইনে পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নেই । এটি এক প্রকার হঠকারীতা । অনলাইন পরীক্ষার নামে আমাদের উপর মুলা ঝোলানো হয়েছে । এটি কালক্ষেপণের কৌশল ছাড়া আর কিছু নয় । বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কৌশল হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা”