বীর বাঙালী
মু.ইয়াছির আরফাত
দেশ মাতাকে আগলে ধরে
বুক যে হলো লাল
তুমার মাঝে পেয়েছি খুঁজে
উজান তরীর পাল।
মুজিব তুমি দিয়েছো ঢেলে
লালচে রক্তের বন্যা
চোখের জলে স্রোতের ধারে
পাই বাঁচার তামান্না।
সফেদ মনে আপন ঘরে
দয়ায় ভরা হাত
মনের ঘরে নেই ভেদাভেদ
বর্ণতে কালো জাত।
অধিকার আদায়ে হওনি নত
মুখেতে বুলেট কণা
দেশ দ্রোহীদের অশুভ ছকে
তুলে বিদ্রোহী ফণা।
জাগিয়ে তুলা বীর বাঙালী
ভেঙে ঘুমের ঘোর
হতাশ মনে আশায় বেঁধে
খুলেছো আশার দোর।
‘লাল সবুজের আসর’ কাব্যগ্রন্থ থেকে নেয়া ছড়া কবিতা।
উল্লেখ্য যে তরুন কবি মু. ইয়াছির আরফাতের বিভিন্ন কবিতা বাংলাদেশের অনেক প্লাট ফরমে স্থান সহ ভারতের কবি শিল্পীদের মুখেও আবৃত হয়েছে তার কবিতা।