নিজস্ব প্রতিবেদকঃ চার বছর পর অাবারো সময় ঘনিয়ে অাসলো মার্কিন মুলুকে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির খোঁজ করার । বর্তমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পুরো বিশ্বেই থাকে ব্যাপক অালোচনা সমালোচনা। কারণ এমন একটি রাষ্ট্র যার একক সিদ্ধান্তে সমগ্র পৃথিবীতেই বয়ে যেতে পারে ইতিবাচক অথবা নেতিবাচক যেকোনো পরিস্থিতি। সেই নির্বাচনী লড়াইয়ে অাসীন হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রটিক পার্টির জো বাইডেন।একজন বর্তমান প্রসিডেন্ট এবং অন্যজন সাবেক ভাইস প্রেসিডেন্ট। ২০১৬ সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে ৪৫ তম প্রসিডেন্ট নির্বাচিত হন ডোলাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় কে ৪৬ তম রাষ্ট্রনায়ক হবেন তার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত।কাল থেকে শুরু হচ্ছে প্রথম বিতর্ক। অর্থাৎ, ২০২০ প্রসিডেন্ট নির্বাচনের প্রথম প্রসিডেন্সিয়াল ডিবেট।।