বেতাগী(বরগুনা): সারা দেশের মানুষ যেখানে করোনা ভাইরাসে আতঙ্কিত তার ভিতরে বাংলাদেশর উপকূল অঞ্চলে আগাত হানলো ঘূর্ণিঝড় “ইয়াস।
ঘূর্ণিঝড় ইয়াসের কারনে বিষখালী নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে দিন-রাতে দু’বার করে প্লাবিত হচ্ছে বরগুনার বেতাগীর উপকূলের সড়ক-মহাসড়ক সহ তলিয়ে গেছে শত শত গ্রাম, বাড়িঘর, নিম্নাঞ্চলের আবাসন প্রকল্প, ফসলি জমি, পুকুর ও মৎস খামার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার দিবাগত রাতে অতিরিক্ত জোয়ারে পানি বেড়ে যাওয়া লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্বল্প উচ্চতার বেড়িবাঁধটির ভাঙ্গনই এ দুর্ভোগের কারণ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকেই দায়ী করছেন স্থানীয় অধিবাসীরা।
বেতাগী পৌরসভার ১নং ওয়াডের সীমান্ত এলাকার ২নং সদর ইউনিয়নের বিষখালী নদীর পাড় ঘেরা বেড়িবাঁধটি ২ স্থান থেকে ভেঙ্গে রাস্তার ভিতর অংশে পানি প্লাবিত হচ্ছে। এই ভাঙ্গনের জন্য ভুক্তভোগীরা জনপ্রতিনিধি,পানি উন্নয়ন বোর্ড ও রাস্তা মেরামত কারি ঠিকাদার সমিতিকেই দোষী সাব্যস্ত করেছেন।
এই রাস্তাটি বিগত অনেক দিন যাবত অবহেলিত পরে থাকার পরে ২০২০ সালের শেষ দিকে এই রাস্থাটি মেরামত করা হয়েছিল। মেরামতের ৫ থেকে ৬ মাসের মধ্যে রাস্তাটির এই বেহাল দশা।