বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভা শেষে তাদের নাম ঘোষণা করা হয়। বেতাগী উপজেলার ৭ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের কে নৌকার মাঝি করা হয়।

তারা হলেন ১নং বিবিচিনি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসনে নয়ন, ২নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: নজরুল ইসলাম,৩ নং হোসনাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, ৪নং মোকামিয়া ইউনিয়নে গাজী জালাল আহম্মেদ, ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, ৬নং কাজিরাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন, ৭নং সরিষামুড়িতে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপন জমাদ্দার।