নিজস্ব প্রতিবেদকঃ

চেক জালিয়াতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসেব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামের ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করেছেন রংপুর আদালত।
বৃহ¯পতিবার দুপুরে রংপুর যুগ্ম জেলা দায়রা জজ একের বিচারক এস এম আহসানুল হকের আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুল দীর্ঘদিন ধরে চাকরী দেয়ার নাম করে প্রতারণা করে আাছে। এরই ধারাবাহিকতায় মিঠু নামের এক ব্যক্তিকে চাকরী দেয়ার নামে সাত লাখ টাকা নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে মিঠুর চাকরী ও টাকা কোনটাই না পেয়ে চেক জালিয়াতির মামলা করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষী প্রমাণ ও শুনানি শেষে এই রায় দেন। রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুলকে অর্থ দন্ড ও কারাদন্ড উভয় দন্ডে দন্ডিত করেন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।