লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের জামাল মিয়ার পুত্র সাকিব।সাকিব এখন সরকারি আদিতমারী জি এস মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির নিয়মিত ছাত্র।
সাকিবের জন্মের পরেই তার বাবা তাদের ছেড়ে অন্যত্রে চলে যায়। তাদের ভরণ পোষণ কিছুই দেয় না। তার মা মোছাঃ সবুজা বেগমের কস্টসাধ্য উপার্জনে সাকিবদের সংসার ও সাকিবের লেখা পড়া চলে। কিন্তু সে গত ২১ ফেব্রুয়ারী ২০২১ইং অসুস্থ হয়ে পরলে তাকে ডাক্তার দেখানো হলে ডাক্তার বিভিন্ন টেস্ট করে রিপোর্ট দেয় তার শরীরে মাত্র ২০ শতাংশ রক্ত আছে। সাকিবের দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার হয়েছে।পরে তাকে রংপুর ইসলামি ব্যাংক কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয়।ডাক্তার জানিয়েছে অতিশীঘ্রই উন্নত চিকিতসা করতে হবে। আর তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
কিন্তু ইতোমধ্যে সাকিবের মায়ের উপার্জিত সহয়সম্বল যা ছিল তা শেষ হয়ে গেছে।তার পরিবার এখন নিঃস্ব প্রায়। এখন অর্থের অভাবে তার চিকিৎসা ঠিক মত চলছে না । কিন্তু চিকিৎসক জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১০-১৫ লক্ষ টাকার।
তাই সাকিব ও তার মা দেশের রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বৃত্তবান লোকসহ সর্বস্তরের মানুষের কাছে সাহায্যে জন্য আকুল আবেদন করিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা সাকিবের মা-(সবুজা বেগম)
০১৭৮৭৪৫৩৫১৪(বিকাশ)