কিশোরগঞ্জ প্রতিনিধি : “জাতি ধর্ম, ও দলমত নির্বিশেষে, রক্ত দিন হেসে হেসে” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় একটি সেচ্ছাসেবক রক্তাদান সংগঠন “কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতা ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ১২টায় বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রক্তদান সচেতনতা ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও “কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার” সংগঠনের প্রধান উপদেষ্টা রুবাইয়াৎ ফেরদৌসী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের প্রতিনিধি হাজী মোঃ চান মিয়া, কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার’এর সভাপতি মোঃ ইকরাম হোসেন, সাধারন সম্পাদক বশিরুজ্জামান অপুসহ অত্র সংগঠনের সদস্যগণ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূর্ব গাইলকাটা ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ রাজিব।
এসময় কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের দাবি অনুযায়ী প্রধান অতিথির বক্তব্যে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত রিজার্ভের ফ্রিজিং প্রদানের আশ্বাস দেন।