বড়লেখায় ঘোলসা গ্রামে সন্ত্রাসী হামলায় আহত ১।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিনের ক্যাডার বাহীনি কর্তৃক হামলার স্বিকারহন ঘোলসা গ্রামের জামাল উদ্দিনের ছেলে রিমন আহমেদ (২০)। হামলার বিষয় জানতে চাইলে আহত রিমন আহমেদ বলেন, আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে
নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ আহমেদ বাবলু সাহেবের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করি। সেই সময় থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে। এমন কি সন্ত্রাসীরা একটি লিষ্ট তৈরি করেছে। যেখানে তাদের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের উপর হামলা করবে বলে অনেক আগে থেকেই ঘোষনা করে আসছে।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যারপর ঘোলসা লেবেন্ধুর দোকান নামক স্হানে জুরপূর্বক রিমন আহমেদ কে ধরে দোকান ঘরের পিছন দিকে নিয়ে কয়েকজন মুখ চেপে ধরে, এবং আনুমানিক ১০/১২ জন সন্ত্রাসী নির্বিচারের প্রহার করতে থাকে। রিমন বলেছে সে এক পর্যায়ে কোনমতে ঘরের বাহিরে বের হতে পেরেছি। বলেই প্রাণে রক্ষা পেয়েছি। আহত।রিমন বর্তমানে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদীন অবস্হায় আছেন।