বড়লেখা ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সুপরিচিত সামাজিক সংঘঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের ঈদ আনন্দ ভ্রমণ ও নব নির্বাচিত কমিঠি গঠন সম্পূন্ন করা হয়

আজ (২২ মে) রোজ শনিবার বড়লেখা উপজেলার কেরামত নগর বাগানে জাগরণীর সকল দায়ীত্বশীল ও উপদেষ্টা দের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ করা হয়। সেখানে জাগরণীর সেটাপ অনুষ্টিত হয়।

জাগরণীর নর্ব নির্বাচিত সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করবেন জুনেদ আহমেদ, এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করবেন শাহরিয়ান আহমেদ শাকিল।
সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করবেন জাকারিয়া আহমেদ
অর্থ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করবেন আব্দুল ওয়াব রায়হান।

এ কমিঠির ঘোষনা দেন জাগরণীর উপদেষ্টা আব্দুল হামিদ তাজুল।

আগামী ১ সপ্তাহের মধ্যদিয়ে সভাপতি সেক্রেটারির মাধ্যমে পূণাঙ্গ কমিঠি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন তরুণ সংঘের উপদেষ্টা মন্ডলিগন।

এবং সেই সাথে নর্ব নির্বাচিত কমিঠির জন্য জাগরণীর পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রর্গামে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।
সাংবাদিক সুলতান আহমেদ খলিল।
গোলাম কিবরিয়া সহকারী আইনজীবি।

উপস্হিত ছিলেন তরুণ সংঘের উপদেষ্টা
মাহবুব হোসাইন মাহিন
মাও কবির হোসাইন
আব্দুল হামিদ তাজুল
আব্দুল লতিফ
জসিম উদ্দিন
জুনেদ আহমেদ
শাকিল আহমেদ
মামুন আহমেদ
শামিমুল ইসলাম,
সদস্য
আমিনুল ইসলাম, রেজা আহমেদ, বাছিত আহমেদ, ফয়সল আহমেদ, হোসাইন রানা, আফছার আহমেদ প্রমুখ।

পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে প্রর্গাম সুন্দর ও সফল ভাবে সম্পূন্ন হয়।