শাহরিয়ান আহমেদ শাকিল
বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তরুণ সংগের অফিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মহফিল ও আলোচনা সভা জাগরণীর সাধারণ সম্পাদক শাহরিয়ান আহমেদ শাকিলের সঞ্চালনায় জুনেদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগরণীর উপদেষ্ঠা মাও কবির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাগরণীর সহ-সভাপতি এম কলিম উদ্দিন, প্রচার সম্পাদক শামিমুল ইসলাম,,অর্থ সম্পাদক আলতা হোসেন,সাহিত্য সম্পাদক তায়েফ আহমেদ,,
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্ত্যবে এম কলিম উদ্দিন বলেন, জাগরণী প্রায় ১ যুগ পেরিয়ে এসেছে,, এই সময়ে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,, রাস্তায় লাইটিং,তারুণ্যের অভিযাত্রা নামে একটি ম্যাগাজিন ও প্রকাশিত করেছে, এবং আগামীতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন ও করতে যাচ্চে।পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মাও কবির হোসেন বলেন, খুবই জনপ্রিয় একটি সংগঠনের নাম হচ্চে জাগরণী ইসলামী তরুণ সংঘ। জাগরণী সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং আগামীতে ও আরো ভালো ধরণের সামাজিক কাজ করে যাবে বলে তিনি আশাবাদী।
পরিশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।