বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার সামাজিক সংঘটন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা রায়দুল ইসলাম আসুক এর প্রবাস গমন উপলক্ষে জাগরণী ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে আজ বাদ মাগরীব এক বিদায়ী সংর্বদনার আয়োজন করা হয়! উক্ত সংর্বদনা অনুষ্টানে উপস্হিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা এইচ এম মাহবুব হোসাইন, হাফিজ কামরুল ইসলাম, তোফায়েল আহমেদ জুমন, সভপতি জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, শুভাকাংকা রাসেল আহমেদ প্রমুখ!