বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় হাজী নিজাম কমপ্লেক্সে আজ বাদ আসর ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়! এ উপলক্ষে আজ বাদ আসর আলোচনা ও এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়! উক্ত দোয়া মাহফিলে জুবায়ের আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্ত্যর্ব রাখেন বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব এমাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্ত্যর্ব রাখেন দক্ষীণ ভাগ জামে মসজিদের খতিব মাও আব্দুল্লা আল মামুন সাহেব, এ ছাড়া উপস্হিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক জনাব হাসনাত আহমেদ শাকিল, আব্দুল হামিদ তাজুল জসিম উদ্দিন এম কলিম উদ্দিন সহ আরো অনেকই। বড়লেখা ডিজিটাল সেন্টারের প্রোপাইটার জুবায়ের আহমেদ বলেন ডিজিটাল সেন্টারে ভিবিন্ন ধরনের সেবা সমূহ প্রধান করা হবে যেমন ক্রেষ্ট প্রিন্ট, মগ প্রিন্ট, টি – শার্ট প্রিন্ট, বিয়ের কার্ড, পোষ্টার, লিফলেট, ক্যালেন্ডার, ম্যাগাজিন, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ডিজিটাল ব্যানার, ফেস্টুন, স্মরনিকা, ক্যাশ মেমো ইত্যাদি!