বড়লেখায় নিসচা নেতৃবৃন্দের প্রয়াত পিতা - মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত। 

Uবড়লেখায় নিসচা নেতৃবৃন্দের প্রয়াত পিতা – মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত।

শাহরিয়ান আহমেদ শাকিল
বড়লেখা (মৌলভীবাজার)  প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে নিসচার সহ-সভাপতি মারর্জানুল ইসলাম, আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, দাতা সদস্য প্রিন্স চৌধুরীর সদ্য প্রয়াত বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায়সহ দেশ বিদেশে নিসচার প্রয়াত এবং মা বাবা এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বড়লেখা পৌরশহরে হুফফাজুল কোরআন মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন হুফফাজুল মাদ্রাসার পরিচালক মাও হাফেজ আব্দুল বাছিত, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মাস্টার জাকির হোসেন, বাকের আহমেদ, নিসচার বড়লেখা উপজেলা সভাপতি তাহমিদ ইরশাদ রিপন, সহ-সভাপতি মারর্জানুল ইসলাম, আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, দুবাই প্রবাসী আব্দু শহীদ,যুব শক্তি সমাজ কল্যাণের সহ-সভাপতি সাদেকুর রহামান সাহেদ,ছাত্র নেতা আমিনুল ইসলাম, মানব সেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, নিসচার কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, হাফিজুর রহমান, জিল্লুর, ব্যবসায়ী শামিম আহমেদ শেফুল সহ প্রমুখ।
এসময় নিসচা বড়লেখা উপজেলার নেতৃবৃন্দের সদ্য প্রয়াত পিতা, মরহুম হাজী নুরুল ইসলাম,মোঃ হারুনুর রশীদ,হাজী রকিব আলী, ও মরহুমা রোকেয়া বেগম,সহ দেশ বিদেশে নিসচার কর্মীদের প্রয়াত বাবা মায়ের রুহের মাগফেরাত কামনা এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া পরিচালনা করেন মাও ইমাম উদ্দিন।