বড়লেখায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।

শাহরিয়ান আহমেদ শাকিল
বড়লেখা (মৌলভীবাজার)
রক্ত দিন জীবন বাঁচান, এই স্লোগান কে সামনে রেখে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং হলি-লাইফ স্পেশালাইজড হসপিটালের পৃষ্টপোষকতায় ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কায়ক্রম চলমান  হয়ে প্রায় ২শো জনের রক্ত ট্যাস্ট করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন ইনসাফ রক্ত দান  ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাদিকুর রহমান ফাহিম,  সভাপতা আব্দুল হামিদ তাজুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল সহ উপস্হিত ছিলেন ইনসাফের বিভিন্ন দায়ীত্বশীল বৃন্দগন।
রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভুতি, একের রক্ত, অন্যের প্রাণ রক্ত দিয়ে করবো মানবতার প্রান।