বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মোহাম্মদ নগরে মাও এম হাসিবুর রহমান কে বৃহওর মোহাম্মদ নগরের পক্ষ থেকে সম্মাননা সরুপ কেস্ট উপহার দেওয়া হয় আজ রাত ৯ ঘটিকার সময়!

কেস্ট সরুপ উপহার তুলে দেন বৃহওর মোহাম্মদ নগরের তরুণ সমাজ সেবক জনাব আলিম উদ্দিন, বিশিষ্ট্য শিক্ষানুরাগী জনাব ইমন আহমেদ,
বিশিষ্ট্য ব্যবসায়ী কাউছার আহমেদ, কুতুবআলী একাডেমির শিক্ষক শাকিল আহমেদ!