বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ তোমাদের মধ্যে সর্বোউওম ঔ ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপর কে শিক্ষা দেয়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন ৯নং ওয়াড মোহাম্মদ নগর কেন্দ্রীয় জামে মসজিদে মাস ব্যাপি কোরআন প্রশিক্ষণ শেষে আজ পুরুষ্কার বিতরণী অনুষ্টান ও দোয়া আলোচনা সভা সম্পূন্ন হয়। প্রধান ক্বারী মাও আতাউর রহমানের উপস্হিতে সহকারী ক্বারী মাও কবির হোসাইনের পরিচালনায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বলাই , সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্বারী মাহবুব হোসাইন,কামরুল ইসলাম,ছালাউদ্দিন, উপস্হিত ছিলেন সাংবাদিক শাহরিয়ান আহমেদ শাকিল বিশিষ্ট্য সমাজ সেবক আব্দুল হাছিব বকুল, মুরব্বি বধরুল ইসলাম, জসিম উদ্দিন, সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন। পরিশেষে অতিথি বৃন্দুদের কাছ থেকে পুরুষ্কার তুলে দেওয়া হয় ছাত্র -ছাত্রীদের হাতে। সব শেষে দারুল – কেরাতের প্রধান ক্বারী মাও আতাউর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।