বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রবাসীদের সংগঠন মোহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের নিজ অর্থায়নে রাতের আধারে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ স্লোগানকে সামনে রেখে দেশের করোনাভাইরাসের কটিন সংকটময় সময়ে মানবতার সেবায় মানুষের পাশে এসে দাড়িয়েছে প্রবাসীদের সংগঠন মোহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাব, তারই মধ্যদিয়ে মাও কবির হোসাইন ও শাকিল আহমেদের পরিচালনায় প্রত্যেকটি পরিবারের ঘরে, ঘরে গত বছরের ন্যায় এ বছর ও এই ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়।
ইতিমধ্যে বিভিন্ন ধরনের সামাজিক কাজ কর্ম করায় এলাকায় বিষন প্রশংসিত হয়েছে তাদের এ সংগঠনটি।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্হিত ছিলেন সিলেট মহানগরের সাবেক ছাত্রনেতা মাহবুব হোসাইন মাহিন, সৈয়দা মোকাম মাদ্রাসার সরকারী শিক্ষক মাও কবির হোসাইন, বড়লেখার সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংগের উপদেষ্টা জিল্লুর রহমান, বড়লেখার সাংবাদিক এস এম শাহরিয়ান আহমেদ শাকিল, জাগরণীর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল লতিফ, শিক্ষানুরাগি জনাব এম কলিম উদ্দিন, হোসাইন রানা, বিশিষ্ট্য মুরুব্বি জনাব সামসুল হক, তাছাড়া উপস্হিত ছিলেন জাগরণীর দায়ীত্বশীল সাইফুর রহমান,তায়েফ আহমেদ, রায়েল আহমেদ, সহ আরো অনেকেই।
পরিশেষে যারা সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানান মোহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের দায়ীত্বশীল ফয়সল আহমেদ ও স্বপন আহমেদ।
মোহাম্মদ নগর প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের দায়ীত্বশীলরা জানান যে আগামীতে আরো বড় ধরনের সহযোগীতা করবেন বলে আসস্হ্য করেছেন।
জয় হক মানবতার।