বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে হাজীগন্জ বাজারে পাগলা কুকুরের কামড়ে প্রায় ৫০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে ৩৩ জন বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।অন্যরা স্হানীয় বাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
বৃহঃবার (১৩ ই মে) সন্ধা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বড়লেখা পৌরশহরে হাজীগন্জ বাজারের ঈদের কেনা কাটা করতে আসা লোকজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পৌরসভার লোকজন স্হানীয় মানুষের সহায়তায় কুকুরটি মেরে ফেলেন
বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিকিৎসাধীন লোকেরা হলেন সামির উদ্দিন, ঝন্টু দাস, আব্দু রব,রজৎ দও, আমিনুল ইসলাম,সাহেদ আহমেদ,জাঙ্গীর, আয়শা বেগম, সেলিম, নবাব মিয়া, আব্দু রহমান, আবুল কালাম,জাহিদ আহমেদ,কবির আহমেদ,
সাজু আহমেদ কালা উদ্দিন তোফায়েল আহমেদ, তাছাড়া আরো অনেকেই আহত হয়েছেন, অন্যদের পরিচয় জানা যায়নি।
তারা সকলেই হাজীগন্জ বাজারের আশে পাশের গলিতে কুকুরের কামড়ে আহত হন।
বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রশান্ত কুমার পাল বলেন বৃহঃবার (১৩ মে) রাত পনে ১২ টায় বলেন রাত ৭:৫২ মিনিটে কুকুরের কামড়ে আহত প্রথম ব্যক্তি চিকিৎসা নেন এর পর রাত সাড়ে ১১ টা পর্যন্ত আরো ৩৩ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকীৎসা নিয়েছেন।
স্হানীয় সুত্রে জানা যায় বৃহঃবার সন্ধায় বড়লেখা পৌরশহরে হাজীগন্জ বাজারে আচমকা একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে, এতে বাজারের কেনা কাটা করতে আসা লোকদের মাধে ভয় ছড়িয়ে পড়ে।
বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র (২) রেহান পারভেজ রিপন বলেন
পাগলা কুকুরটি প্রায় ৫০ জন মানুষকে কামড়িয়েছে, ঈদের বাজার মানুষের মধ্যে এক ভয়াবহ আতংক ছড়িয়ে পড়ে,
খবর পেয়ে পৌরসভার লোকজন ঘটনা স্হলে যায়, পরে স্হানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে মাটিতে পুতে ফেলা হয়।