ভারতের আসাম রাজ্যে তিন বাংলাদেশিকে পি’টিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। গত শনিবার (১৮ জুলাই) প্রদেশটির দক্ষিণাঞ্চলে করিমগঞ্জ জেলায় এ ঘটনা ঘটে। ওই দল মোট ৭জন ছিলো, বাকি আরো চার জন ছিল যারা পা’লিয়ে বেঁ’চে গেছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিএসএফের ১৩৪ ব্যাটালিয়নের ই কোম্পানির কাছেই বগ্রিজান টি এস্টেটে। সেখানে থেকে বাংলাদেশের পুলিশ আউটপোস্টে খুব কাছেই ছিলো,যার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।ওই পুলিশ কর্মকর্তার দাবি করেন যে তারা তদন্ত করে দেখেছেন ওই বাংলাদেশীরা সীমান্ত পেরিয়ে বগ্রিজান এলাকায় গরু চুরির করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। স্থানীয়রা তাদের গ’ণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।তিনি আরো জানান, নি’হত ঐ তিন জনের কাছে বাংলাদেশী বিস্কুট, রুটি, রশি, ব্যাগ, তার ও বেড়া কাটার যন্ত্র পাওয়া গেছে। মৃত দেহ গুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।