কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ভিক্ষুক মুক্ত কিশোরগঞ্জ সদর উপজেলা গড়ার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ইত্যাদি উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর (রবিবার) কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী’র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ আব্দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি প্রমুখ ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৬০ জন ভিক্ষুকের মাঝে অনুদানের উপকরণ বিতরণ করা হয়। অনুদানের উপকরণ বিতরণ ছাড়াও বিভাগীয় কমিশনার সদর উপজেলার ডিজিটাল সেবা বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করেন।