পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আজ চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগের উদ্বোধন করলেন ।রেলপথ মন্ত্রী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি পতাকা উড়িয়ে চিলাহাটি থেকে হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল এর শুভ উদ্বোধন করেন। মন্ত্রী ওই ট্রেনে চড়ে চিলাহাটি থেকে হলদিবাড়ি রুটে কিছুদূর ভ্রমণ করেন। লক্ষাধিক মানুষ চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকায় উদ্বোধনী সভায় উপস্থিত হয়ে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল এর উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ উদ্বোধনী সভায় বানিজ্য মন্ত্রী টিপু মুনশি,সংসদ সদস্য আবতাব উদ্দিন সরকার, আহসান আদিলুর রহমান,রাবেয়া আলিম রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক শামছুজ্জামান সহ রেল মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা,নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী,পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রার্ট,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, রেলপথ মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান,সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম,পঞ্চগড় ও নীলফামারী জেলার প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃ বৃন্দ সহ এক লাখ মানুষ উপস্থিত ছিলেন।