কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত নিতাই চন্দ্র সাহা ভৈরব বাজার ডালপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৭টার দিকে শহরের মেঘনাপাড় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন।
পুলিশ জানায়, আজ শনিবার সকালে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ঘুম থেকে উঠে ভৈরবের নদীর পাড় এলাকায় হাঁটতে যান। সকাল পৌনে ৭টার দিকে রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে আটক করে তার মোবাইলটি নেয়ার চেষ্টা করে। এই সময় তিনি বাঁধা দিলে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নিতাই চন্দ্র সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোকিত ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে নিতাই চন্দ্র সাহা’র মৃত্যু হয়েছে।
নিহতের একমাত্র ছেলে রাজীব সাহা জানান, তাঁর বাবা প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে যান। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরে থানায় আসেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।