ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন আউটার সিগনাল এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব থেকে ময়মনসিংহ যাওয়ার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ – ভৈরব রুটের ভৈরব রেলওয়ে জংশন আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মদ বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ভৈরব স্টেশনের আউটার সিগনাল এলাকায় নাসিরাবাদ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এতে ভৈরব থেকে ময়মনসিংহ যাওয়ার রেল রুটের যোগাযোগ বন্ধ রয়েছে। আশুগঞ্জ থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে গত এক-দুই মাসে ভৈরব স্টেশনের আউটার সিগনাল এলাকায় কয়েকটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি ট্রেন দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের জানা সত্ত্বেও কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় ট্রেন দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। এতে প্রায়ই প্রাণহানির শঙ্কাসহ নানা ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা।