কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি ৭ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে ভৈরব নৌ-পুলিশ ইউনিটের অপারেশনাল টিম।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুরের মঞ্জুরনগর এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর মঞ্জুরনগর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ভৈরব নৌ-পুলিশ ইউনিটের উপ-পরিদর্শক রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশেপাশের জেলা ও থানাগুলোতে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চাকু, রামদা ও তলোয়ার উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মীরগঞ্জ ইউনিয়নের লাইমপাসা পূর্ব গ্রামের রহমত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), একই থানার শান্তিপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে মাসুদ (২০), হবিগঞ্জ জেলার লাখাই থানার আয়নার টক গ্রামের শহীদুল্লাহ ছেলে মোস্তফা ওরফে বাবু, একই এলাকার শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), একই গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে জিলা মিয়া (২৫), হবিগঞ্জ সদর থানার উমেদ নগরের মধ্য পাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে সুমন মিয়া (৩০) ও একই গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে আক্তার (২৫)।
এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।