কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে গবাদি পশুর চিকিৎসা সেবা। আগে রোগাক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় ভেটেরিনারির সার্জনরা খামার বা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ি চিকিৎসা সেবা দিতেন। এখন অফিসে গিয়ে ও গবাদি পশুর চিকিৎসা করাতে ভোগান্তিতে পরতে হচ্ছে অনেকেই।
গবাদি পশুর চিকিৎসা সেবার এই সমস্যার কথা স্বীকার করে ভৈরব উপজেলা প্রাণিসম্পদ অফিসের এক কর্মকর্তা জানান, লোকবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এক দেড় বছর ধরেই এই উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেই কোন ভেটেরিনারি চিকিৎসক। মাঠ সহকারী তিনটি পদও খালি রয়েছে।
জনবল সংকটের কারণে এই উপজেলার প্রাণিসম্পদ অফিসে পশু চিকিৎসা ব্যাহত হচ্ছে। এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত গরু, ছাগল, হাসঁ, মুরগী, কবুতরসহ গবাদি পশু পাখিদের চিকিৎসা সেবা নিয়ে দুভোর্গে রয়েছেন খামারি ও কৃষকরা,খামারিদের পালিত গবাদিপশুর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত।
ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জন ও সহকারী সার্জনসহ ৪টি পদে দীর্ঘদিন ধরে শূণ্য থাকায় গবাদি পশুর সিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আগে ভেটেরিনারির সার্জনরা বাড়ি বাড়ি এসে গবাদি পশুর চিকিৎসা করতো। এখন প্রাণিসম্পদ অফিসে গিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছি না।
এলাকাবাসীর দাবি, গবাদি পশুর চিকিৎসার এই দুর্ভোগ সমাধানে যত দ্রুত সম্ভব যথাযত কর্তৃপক্ষ যেন যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন।