ভৈরব নৌ-পুলিশের অভিযানে দেশীয় রিভালবারসহ নৌ ডাকাত আটক 
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নৌ-পুলিশের অভিযানে দেশীয় রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে নৌ ডাকাত কে আটক করেছে নৌ -পুলিশের একটি টীম।
বুধবার (৬ অক্টোবর) গতি রাত ১২:১৫ মিনিটে ভৈরবের কালিপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাহিন (৩০) ভৈরব উপজেলার কালিপুর দক্ষিনপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, ভৈরব উপজেলার ভৈরব নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ মোঃসাইদুর রহমান এর নেতৃত্বে এস.আই মোঃ রাসেল মিয়ার দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ ৬ অক্টোবর গত রাত ১২:১৫ মিনিটে ভৈরব থানাধীন কালিপুর দক্ষিনপাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ শাহিন (৩০) কে আটক করা হয়।
এস.আই রাসেল মিয়া বলেন আটককৃত নৌ ডাকাত শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ভৈরব নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে সকালে ভৈরব থানায় একটি মামলা রুজু করে কিশোরগঞ্জ জেলখানায় প্রেরন করা হবে।