নেত্রকোণা প্রতিনিধি: আজ ১৫ মার্চ ভোক্তা অধিকার দিবস। এবার ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য
‘মুজিবর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ সোমবার সকালে নেত্রকোণার আটপাড়া উপজেলা হল রুমে আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কায়সার জামিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দিন, স্যানিটেরী অফিসার মো: আমিরুল ইসলাম, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, জাহাঙ্গীর হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।,
-ফয়সাল চৌধুরী
১৫-০৩-২০২১ সোমবার