ভোলা: ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম চাঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- ওই এলাকার মাহাম্মদ এর ছেলে মোঃ আলাউদ্দিন (৪৮), সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব ইন্দো নারায়ণপুর গ্রামের মোঃ খোকনের ছেলে শামিম (২৩) ও একই ওয়ার্ডের রাজকৃষ্ণ সেন গ্রামের ফারুকের ছেলে রাকিব (২৪)

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠিকাদারের নির্দেশে রাকিব প্রথমে সেপটিক ট্যাংকের মধ্যে প্রবেশ করার সঙ্গেই বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক শ্রমিক শামিমও ঘটনাস্থলে প্রাণ হারায়, পথচারী আলাউদ্দিন এদেরকে বাঁচাতে গিয়ে নিজেও মৃত্যুবরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।