• ভোলায় আসন্ন সম্মেলনে পলিটেকনিক ছাত্রলীগে আলোচনায় রহমত উল্লাহ মুন্না
 স্টাফ রিপোর্টার ঃ সদ্য বিলুপ্ত হওয়া ভোলার বিভিন্ন উপজেলা, পৌরসভা কলেজ, ও পলিটেকনিক শাখার কমিটি ঘটনকে কেন্দ্র করে বেস সরব পদ প্রত্যাশি প্রার্থীরা, নিজেদের অবস্থান জানান দিতে করছেন জনসংযোগ, মিছিল, শোডাউন, বিশেষ করে কলেজ পলিটেকনিক ইনস্টিটিউটে এর উত্তাপটা একটু বেশীই, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে নিজেদের অবস্থান জানান দিতে ব্যাস্ত পদ প্রত্যাশি প্রার্থীরা,, তবে  শিক্ষার্থী বান্ধব এবং নিয়মিত ছাত্রদের মধ্যেই  আসবে আগামীর ছাত্রলীগের  নেতৃেত্ব এটাই প্রত্যাশা ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ  শিক্ষার্থীদের,,
আসন্ন সম্মেলনে ভোলা পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বেশ আলোচনায় রয়েছে সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক রহমত উল্লাহ মুন্না,  ভিবিন্ন ছাত্রাবাসে নিয়মিত জনসংযোগে ব্যাস্ত সময় পাড় করছেন এই ছাত্রনেতা,
তবে  কলেজের সাধারন শিক্ষার্থী এবং তৃণমূল ছাত্রলীগের কর্মীরা, শিক্ষার্থী বান্ধব হিসেবে রহমত উল্লাহ মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে খুব সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে,,  এছাড়া স্থানীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়সহ ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে চলছে লুবিং গ্রুপিং,, তবে যোগ্যতা অনুযায়ী আগামীর নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে ভোলা জেলা ছাত্রলীগের নেতারা,,
রহমত উল্লাহ মুন্না স্থানীয় বোরহানউদ্দিন পৌরসভার বাসীন্দা, আওয়ামী পরিবারের সন্তান এবং আগের কমিটির দপ্তরের দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন, আসন্ন কমিটিতে সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায়  সাধারণ সম্পাদক হিসেবে দল থেকে নির্বাচিত বলে আশা প্রকাশ করেন,,
 তাকে  নিকটতম অনেক প্রতিদ্বন্দ্বী থাকার কথা শুনলেও ক্যাম্পাসে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন তিনি একাই।
আসন্ন  সম্মেলনের বিষয়ে জানতে চাইলে রহমত উল্লাহ মুন্না জানান, শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা ছাত্রলীগের অধীনস্থ আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থেকে ভোলা ২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য  আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে আগামী দিনে কাজ করে যাবো,
আমাদের ইন্সটিটিউটের  মান সম্মত শিক্ষা ও পড়াশুনা করার পরিবেশ পায় সেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিব।তারুণ্যর শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। দেশব্যাপি মাদক, ধর্ষন ইভটিজিং এর বিরুদ্ধে  কাজ করতে চাই। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চাই। কলেজের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
উল্লেখ্য মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোলা জেলা শাখার পক্ষ থেকে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন,, এবং নতুন পদ প্রত্যাশিতদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেন ভোলা জেলা ছাত্রলীগ,