সারা বিশ্বে ভয়াবহ সংকট তৈরি করে রেখেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস থেকে মুক্তির উপায় হচ্ছে ভ্যাকসিন। সেজন্য বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য অনেক দেশের বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এদের মধ্যে এগিয়ে অক্সফোর্ড এর তৈরি ভ্যাকসিন। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ফার্মাসিটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা তৈরি করোনা ভাইরাসের
সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপে ট্রায়াল চলছে। বাণিজ্যিকভাবেও উৎপাদনের জন্য একাধিক সংস্থার সাথে চুক্তি হয়ে গেছে। সব পরীক্ষায় সফল হলে বাজারে আসবে ভ্যাকসিন তবে ছয় মাসের আগে ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন গবেষকরা। অক্সফোর্ড এর ভ্যাকসিন করোনার বিরুদ্ধে করতে বছরখানেক প্রতিরোধ গড়তে সাহায্য করবে বলে জানিয়েছেন ডাক্তার গিলবার্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভ্যাকসিন এর দাম হাতের নাগালে থাকবে এদিকে অ্যাস্ট্রাজেনেকা বলছে, প্রতি ডোজ ভ্যাকসিন এর দাম হতে পারে এক কাপ কফির সমান
।
