নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার পৌর সদরে প্রতিটি জায়গায় মশার উৎপত্তি বেড়েছে ব্যাপক হারে। পৌর এলাকা বাসির সাথে কথা বলে জানা যায়, মশার আক্রমণ এত বেশি বেড়েছে যে দিনের বেলায়ও কয়েল জ্বালাতে হচ্ছে মশার কামড় থেকে বাঁচতে, রাতের বেলায় কয়েল জ্বালিয়েও কাজ হচ্ছে না। মদন পৌর এলাকা বাসি আরও জানান, এর জন্য দায়ী কিন্তু আমরাই। আমাদের বাড়ির আশপাশের ময়লা আবর্জনা, আগাছা, যদি নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এত মশা জন্ম হত না যার ভুক্তভোগী এখন পৌরবাসী। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ময়লা আবর্জনার শেষ নেই, আগাছা ভরপুর , জমে আছে ড্রেনের পানি, নিষ্কাশনের নেই ব্যাবস্থা, যেখানে হয় রোগীর চিকিৎসা, সেই পরিবেশেই যদি না হয় ভাল, কেমনে হবে রোগীর চিকিৎসা ৷ রোগীরা আরও বলেন হাসপাতালে কে করছে কার কাজ, হারবাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে ডিসপেন্সারি কাজ , নাইট গার্ড দিয়ে চলছে ইমারজেন্সি কাজ, হাসপাতালের নার্সকে না করলে খুশি হয় না চিকিৎসা,হয় না মহিলাদের ডেলিভারি মদন হাসপাতালে, এই যদি হয় চিকিৎসালয়, কেমনে হবে রোগীর চিকিৎসা ভাল, মশা তো বাড়বেই হাসপাতালে একথা বলে দুঃখ প্রকাশ করেছেন মদন হাসপাতালের রোগীরা নাম প্রকাশে অনিচ্ছুক মশার কামড় থেকে মদন পৌরবাসি রক্ষা পেতে চায়। এব্যাপারে মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমি জলাবদ্ধতা ও ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা করতেছি, এ সপ্তাহ থেকে মশা নিধনের ঔষধ ছিটানো ও মশার ফগার মেশিন দিয়ে প্রতিটি ওয়ার্ডে -ওয়ার্ডে মশা নিধনের ব্যবস্থা করবো,আমি মদন পৌরসভা কে একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।