নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন পৌরসভার নব নির্বাচিত মেয়র বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৫ মার্চ সোমবার সকাল ১১ টায় মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনার আয়োজন করে বীর মুক্তিযোদ্ধারা।
সভায় সভাপতিত্ব করেন মদন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাদিস উদ্দিন দুলাল এবং অনুষ্ঠানটি পরিচালনা করে বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাাম হিরু।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ডিপুটি কমান্ডার আরশুজ্জামান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হামিদসহ মদন পৌরসভার কাউন্সিলার ও গণমাধ্যামকর্মীগন।
পরে নব-নির্বাচিত মেয়রকে সম্মানার স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধাগণ।
প্রধান অতিথির বক্তব্যে মদন পৌরসভার নবাগত মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে পতাকা এনে দিয়েছে। বর্তমান সরকারের জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছেন। মুক্তিযোদ্ধারা আমার পিতৃ সমতুল্য তাই আপনাদের সহযোগীতায় সকল কাজে নিয়োজিত থাকবো।
ফয়সাল চৌধুরী
১৫-০৩-২০২১ সোমবার
