মন্দিরসহ বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন'

মন্দিরসহ বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন’


ফয়সাল চৌধুরী (নেত্রকোণা) প্রতিনিধি:
সারাদেশে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মন্দিরসহ বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মোক্তারপাড়াস্থ শহীদ মিনারের সামনে প্রধান সড়কে সামাজিক, সাংস্কৃতিক ও গণ-সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত পালিত হয়। নেত্রকোণা জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক স্বপন পাল, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংস্কৃতিক কর্মী সাইফুল্লাহ এমরান, মহিলা পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক, নেত্রকোণা
জেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম শাওনসহ বিভিন্ন সংগঠনের লোকজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সরকার।
এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মন্দিরসহ বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
পরে শহরের শহীদ মিনারের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মোক্তারপাড়া বকুলতলার সামনে গিয়ে শেষ হয়।