ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে অবমাননায় অভিযুক্ত অভি দাস রনিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজনার জেরে এর আগে রাত ৯টার দিকে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) পুলিশি হেফাজতে নেয়া হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান তাকে পুলিশ হেফাজতে নেন।মহানবী (সাঃ) নিয়ে অবমাননাকর মন্তব্যের পর এলাকায় উত্তেজনা দেখা দিলে গা ঢাকা দিতে চেষ্টা করে অভি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রনি দাস কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রামের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জওহর লাল দাসের ছেলে রনি একজনের দেয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার বিকেলের পর তার করা এই মন্তব্যটি স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। এরপর রনির শাস্তির দাবিতে স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করলে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রনি তার ফেইজবুক আইডি “অভি দাস রনি (Das)” তে “গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোটা ঘাম মোবারক পড়েছিল তাই” পোষ্ট করে। সেখানে সে নিজেই মহানবী (সাঃ)- কে নিয়ে কটুক্তি করে মন্তব্য লিখে।
এএসপি আনিছুর রহমান বলেন, ‘ আমরা অভিযুক্ত রনিকে ঢাকা থেকে আটক করেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি’।