মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও তার স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ও ঢাকা-ময়মনসিহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা প্রতিবাদ সমাবেশে জমায়েত হন।
পুলিশ জানায়, নামাজের পরপরই আশপাশের মসজিদ থেকে বের হয়ে হাজার হাজার মুসল্লী উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দুই মহাসড়কেই প্রায় এক ঘন্টা যানবাহন চলচলা বন্ধ থাকে । দুপুর আড়াইটার দিকে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও জিএমপি পুলিশ মুসুল্লীদের সাথে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয় ।
সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, মুসুল্লীরা সড়ক থেকে সড়ে যাওয়ার পর থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ।